রণবীর কাপুরের সঙ্গে ব্রেক-আপের পর নিজেকে সামলাতে অনেকটা সময় লেগেছিল ক্যাটরিনা কাইফের।কিছুদিন আগে একটি সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছিলেন তিনি। পুরনাে সত্ত্বাকে ভেঙে নতুন করে নিজেকে গড়ে তুলতে হয়েছিল।সম্প্রতি নেহা ধুপিয়ার চ্যাট শােয়ে ফের একবার উঠলাে রণবীর প্রসঙ্গ।
কথায় কথা নেহা ক্যাটকে জিজ্ঞেস করেন , এমন কোনও সহকর্মীর নাম নিতে যাকে তিনি কোনওদিন তার জীবনের গােপন কথা বলার জন্য একেবারেই ভরসা করতে পারবেন না। এর উত্তর ভাবার জন্য বেশি সময় নেননি ক্যাটরিনা। প্রশ্ন শেষ করার আগেই বলে দিলেন ক্যাটরিনা কাইফ।
Advertisement
ওই একই অনুষ্ঠানে তাকে প্রশ্ন করা হয়েছিল , তার মতে সবচেয়ে খারাপ চ্যাট শাে হােস্ট কে?এক্ষেত্রেও ক্যাটরিনার কোনাে দ্বিধা ছিল।অকপটে তিনি বলেন,বরুণ ধাওয়ান।
Advertisement
Advertisement



