• facebook
  • twitter
Friday, 5 December, 2025

লন্ডনে ভারতীয় দূতাবাসে অমৃতপাল সমর্থক খালিস্তানিদের বিক্ষোভ, উত্তেজনা 

লন্ডন, ২০ মার্চ — পাঞ্জাবে খলিস্তানি নেতা অমৃতপাল সিংয়ের গ্রেপ্তারি অভিযান শুরু হতেই বিদেশের মাটিতে সমর্থকদের হাঙ্গামা শুরু। প্রসঙ্গত জানা গিয়েছে, রবিবার যখন অমৃত পাল সিংকে গ্রেপ্তারের জন্য পঞ্জাব পুলিশ তল্লাশি চালাচ্ছে বিভিন্ন জায়গায়, সে সময় লন্ডনে ভারতীয় হাই কমিশনারের দপ্তরের বাইরে এক দল খলিস্তানি সমর্থক বিক্ষোভ দেখায়। শুধু তাই নয়, দূতাবাসের ভেতরে ঢুকে ভারতের জাতীয়

লন্ডন, ২০ মার্চ — পাঞ্জাবে খলিস্তানি নেতা অমৃতপাল সিংয়ের গ্রেপ্তারি অভিযান শুরু হতেই বিদেশের মাটিতে সমর্থকদের হাঙ্গামা শুরু। প্রসঙ্গত জানা গিয়েছে, রবিবার যখন অমৃত পাল সিংকে গ্রেপ্তারের জন্য পঞ্জাব পুলিশ তল্লাশি চালাচ্ছে বিভিন্ন জায়গায়, সে সময় লন্ডনে ভারতীয় হাই কমিশনারের দপ্তরের বাইরে এক দল খলিস্তানি সমর্থক বিক্ষোভ দেখায়। শুধু তাই নয়, দূতাবাসের ভেতরে ঢুকে ভারতের জাতীয় পতাকা নামিয়ে দেয় বিক্ষোভকারীরা। খুব স্বাভাবিকভাবেই লন্ডনের মতন শহরে এহেন ঘটনা অত্যন্ত চাঞ্চল্য তৈরি করেছে।
ইতিমধ্যেই দিল্লিতে অবস্থিত ব্রিটিশ হাই কমিশনের ডেপুটি কমিশনার ক্রিস্টিনা স্কটকে পররাষ্ট্র মন্ত্রকে ডেকে পাঠিয়ে ভারত সরকার ক্ষোভ প্রকাশ করেছে। অন্যদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতে কর্মরত ব্রিটিশ হাই কমিশনার আলেক্স এলিস এর তীব্র নিন্দা করেছেন।  ভারতের তরফ থেকে লন্ডনে অবস্থিত ভারতীয় হাই কমিশনের দপ্তরে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এখনও পর্যন্ত এই ঘটনায় পরিপ্রেক্ষিতে কাউকে গ্রেপ্তার করেনি লন্ডন পুলিশ। আর তাতেই বাড়ছে ভারতের ক্ষোভের পারদ বলে মনে করা হচ্ছে।

Advertisement

Advertisement