২০২০ সালের ১৪ সেপ্টেম্বর উত্তরপ্রদেশের হাথরসে ১৯ বছরের দলিত তরুণীকে গণধর্ষণের অভিযোগ ওঠে। অভিযুক্ত হয়েছিলেন চার উচ্চবর্ণের যুবক। ২ সপ্তাহ ধরে দিল্লির সফদরজং হাসপাতালে লড়াই করার পর মৃত্যু হয় ওই তরুণীর। পরিবারের অভিযোগের ভিত্তিতে জানা যায় , তরুণী ধর্ষণে বাধা দিলে, তার মেরুদণ্ডের হাড় ভেঙে দেওয়া হয়, তাকে গলা টিপে খুনের চেষ্টা করে চার অভিযুক্ত। যন্ত্রণায় নিজের জিভেই কামড় বসিয়ে দেন নির্যাতিতা। জিভেও গুরুতর ক্ষত তৈরি হয় ওই তরুণীর। পরিবারের অভিযোগ, ঘটনা ঘটার পর প্রথম ১০ দিনে কোনও গ্রেপ্তার করা হয়নি। তার মৃত্যুর পরে, দেহটি হাসপাতাল থেকে বার করে এনেছিল পুলিশ।তার পরিবারের সম্মতি ছাড়াই পুলিশের সাহায্যে তরুণীর দেহ জোর করে দাহ করা হয়। সেখানে পরিবারের কেউ উপস্থিত ছিলেন না বলেও অভিযোগ ওঠে। যদিও পুলিশ তার দাবি অস্বীকার করে।
Advertisement
Advertisement
Advertisement



