• facebook
  • twitter
Friday, 5 December, 2025

নীতীশের দল ভেঙে নতুন দল ঘোষণা কুশওয়ার  

পাটনা, ২০ ফেব্রুয়ারি– সারা দেশ থেকে বিজেপিকে উৎখাত করার ডাক দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। কিন্তু নিজের দলেই বড় ধাক্কা নীতীশের। ২০২৪ সালের সাধারণ নির্বাচনের আগে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের জন্য একটি বিশাল ধাক্কা, উপেন্দ্র কুশওয়াহা সোমবার জনতা দল (ইউনাইটেড) ত্যাগ করে নতুন নতুন দল ঘোষণা করলেন। দলীয় পদ থেকে পদত্যাগ করে নতুন রাজনৈতিক দল

পাটনা, ২০ ফেব্রুয়ারি– সারা দেশ থেকে বিজেপিকে উৎখাত করার ডাক দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। কিন্তু নিজের দলেই বড় ধাক্কা নীতীশের। ২০২৪ সালের সাধারণ নির্বাচনের আগে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের জন্য একটি বিশাল ধাক্কা, উপেন্দ্র কুশওয়াহা সোমবার জনতা দল (ইউনাইটেড) ত্যাগ করে নতুন নতুন দল ঘোষণা করলেন। দলীয় পদ থেকে পদত্যাগ করে নতুন রাজনৈতিক দল ‘রাষ্ট্রীয় লোক জনতা দল’-এর ঘোষণা করলেন কুশওয়া। 
ইউনাইটেডের বিক্ষুব্ধ নেতা তথা জেডিইউ’র সংসদীয় বোর্ডের সভাপতি উপেন্দ্র কুশওয়ার ডাকে পাটনায় দু’দিনের সম্মেলন শেষে নতুন দল ঘোষণা করলেন  কুশওয়া  ।১৬ সাংসদের মধ্যে ছয় জন কুশওয়ার অধিবেশনে যোগ দেওয়ার পর থেকেই দল ভাঙ্গনের সম্ভাবনা প্রবল হতে থাকে । বিক্ষুব্ধ নেতার বক্তব্য, জেডিইউ’কে রক্ষা করতেই এই সম্মেলনের আয়োজন করেছেন তিনি। তাঁর লড়াই যে মুখ্যমন্ত্রী নীতীশের বিরুদ্ধে তা নিয়ে কারও কোনও সংশয় নেই। কুশওয়ার অভিযোগ, নীতীশ দলকে লালুপ্রসাদের হাতে সঁপে দিয়েছেন।

বিবাদের সূত্রপাত, নীতীশের এক ঘোষণাকে ঘিরে। মাস তিনেক আগে বিধায়ক দলের বৈঠকে নীতীশ বলেন, ২০২৫-এ বিহার বিধানসভার নির্বাচনে মহাজোটের নেতৃত্ব দেবেন তেজস্বী যাদব। অর্থাৎ লালুপ্রসাদ
পুত্র তথা আরজেডি নেতাকে মুখ্যমন্ত্রী মুখ করে ভোটে লড়বে মহাজোট, স্পষ্ট করে দেন নীতীশ। আর এরপরই নিজের দলের নেতাদের বিক্ষোভের মুখে পড়েন নীতিশ। 

Advertisement

লালুপ্রসাদের চাপের মুখে এমন ঘোষণা করা মাত্র নিজের দলে প্রবল চাপের মুখে পড়েছেন নীতীশ। আর বিজেপি এমন পরিস্থিতিরই অপেক্ষায় ছিল। তাদের মনোবাসনা পূর্ণ করতে এগিয়ে আসেন কুশওয়া। নীতীশের ঘোষণায় বিদ্রোহ ঘোষণা করেন এই প্রবীণ নেতা।

Advertisement

আশ্চর্যের হল, কুশওয়া জেডিইউতে নীতীশের লোক বলে পরিচিত ছিলেন। সেই ঘনিষ্ঠতার সুবাদে তিনি জেডিইউ র সংসদীয় পার্টির সভাপতি হন। যদিও নিজে বিহার বিধান পরিষদের সদস্য। সেই কুশওয়া নীতীশের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করায় তাঁর পিছনে বিজেপির উসকানি রয়েছে বলে অভিযোগ করছে নীতীশ শিবির।

গতবছর অগাস্টে নীতীশ বিজেপির সঙ্গ ছেড়ে লালুপ্রসাদের হাত ধরার পর পদ্ম শিবির ঘোষণা করে বিহারের মুখ্যমন্ত্রীকে রাজনৈতিকভাবে নিঃস্ব করে ছাড়বে তারা। আজ কুশওয়ার নতুন দল ঘোষণা পদ্ম শিবিরের সংকল্প অনেকটা পূরণ হবে সন্দেহ নেই।

Advertisement