কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর পদত্যাগের দাবি ক্রমশ জোরালো হচ্ছে। ট্রুডোর নিজের দলের অন্দরেই তীব্র হয়েছে তাঁর ইস্তফার দাবি। আগামী ২৮ অক্টোবর সময় বেঁধে দিয়েছেন তাঁর দলের সাংসদরা । জানা গিয়েছে, লিবারেল পার্টির একাধিক সাংসদ প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ইস্তফার দাবি করেছেন। এই ইস্যুতে বুধবার লিবারেল সাংসদরা পার্লামেন্ট হিলে একত্রিতও হন বলে জানা গিয়েছে। ফলে ত্রুদোয়ার দলের অন্দরেই যে অসন্তোষ দানা বাঁধছে তা স্পষ্ট হচ্ছে। কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে, চূড়ান্ত ভারত বিরোধিতার মাশুল গুনতে হচ্ছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে।