• facebook
  • twitter
Sunday, 3 November, 2024

অমিত শাহের বিদেশ সফরের তথ্য দিলে সাড়ে আট কোটি টাকার ইনাম, ঘোষণা পান্নুনের 

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিদেশ সফর নিয়ে তথ্য দিতে পারলে ভারতীয় মুদ্রায় সাড়ে আট কোটি টাকার ইনাম মিলবে। নিষিদ্ধ সংগঠন 'শিখস ফর জাস্টিস'-এর প্রধান গুরপতবন্ত সিং পান্নুন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিদেশ সফরের তথ্য দেওয়ার জন্য এই পুরস্কার ঘোষণা করেছেন। পান্নুন অমিত শাহকে অভিযুক্ত করে বলেছেন যে তিনি আধাসামরিক বাহিনীর নেতৃত্ব দিচ্ছেন এবং তিনি ভাড়াটে লোক নিয়োগের জন্য দায়ী।পান্নুন  ভারতে বসবাসকারী শিখদের প্রতি আর্জি জানিয়েছেন, তারা যেন সিআরপিএফের স্কুলে ছেলেমেয়েদের না পাঠান।

সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিদেশ সফর নিয়ে তথ্য দিতে পারলে ভারতীয় মুদ্রায় সাড়ে আট কোটি টাকার ইনাম মিলবে। নিষিদ্ধ সংগঠন ‘শিখস ফর জাস্টিস’-এর প্রধান গুরপতবন্ত সিং পান্নুন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিদেশ সফরের তথ্য দেওয়ার জন্য এই পুরস্কার ঘোষণা করেছেন। পান্নুন অমিত শাহকে অভিযুক্ত করে বলেছেন যে তিনি আধাসামরিক বাহিনীর নেতৃত্ব দিচ্ছেন এবং তিনি ভাড়াটে লোক নিয়োগের জন্য দায়ী।পান্নুন  ভারতে বসবাসকারী শিখদের প্রতি আর্জি জানিয়েছেন, তারা যেন সিআরপিএফের স্কুলে ছেলেমেয়েদের না পাঠান। সম্প্রতি প্রকাশিত একটি ভিডিওতে, পান্নুন ১৯৮৪ সালে পাঞ্জাবে নৃশংসতার জন্য সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সকে অভিযুক্ত করেন। স্বর্ণমন্দিরে সেনা ও আধা সেনার অভিযান অর্থাৎ অপারেশন ব্লু-স্টারে সিআরপিএফ যুক্ত ছিল। তাই এই বাহিনীর স্কুলে সন্তানদের না পাঠানোই ভাল।

 

এর আগেও একাধিকবার ভারত সরকার ও ভারতীয়দের হুমকি দিয়েছেন বিদেশে বসবাসকারী  শিখ জঙ্গি নেতা পান্নুন। লক্ষণীয় হল বাক স্বাধীনতার দোহাই দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা কখনওই পান্নুনের  বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। ভারত যে সব শিখ বিচ্ছিন্নতাবাদীর অপরাধের তালিকা দিয়ে আমেরিকা ও কানাডার কাছে তাদের প্রত্যর্পণ দাবি করেছে তাতে পান্নুনের নামও আছে। তাৎপর্যপূর্ণ বিষয় হল, পান্নুনকে ভারতীয় এজেন্ট খুন করার চেষ্টা করেছিল জানিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা এই শিখ নেতার নিরাপত্তা বাড়িয়ে দিয়েছে। 

 

জন্মসূত্রে ভারতীয় পান্নুন মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা উভয় দেশের নাগরিক। ‘শিখস ফর জাস্টিস’ নামে খলিস্তানি বিচ্ছিন্নতাবাদীদের একটি সংগঠনের শীর্ষ নেতা পান্নুন সম্প্রতি ভারতীয়দেরও পরামর্শ দিয়েছেন এয়ার ইন্ডিয়ার বিমানে ভ্রমণ না করতে। তিনি স্পষ্ট ইঙ্গিত দেন, এয়ার ইন্ডিয়ার বিমানে খলিস্তানিরা নাশকতা চালাতে পারে। এবার সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশানা করে পান্নুন দাবি করেন, কানাডার নাগরিক হরদীপ সিং নিজ্জর হত্যায় শাহের হাত ছিল। তাঁর নির্দেশেই হত্যার সিদ্ধান্ত হয়।