অপ্সরার এই কৃতিত্ব কেন এতটা গুরুত্বপূর্ণ, তা বোঝা যাবে হার্ভার্ড ল রিভিউ সম্পর্কে জানলে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আইন সংক্রান্ত এক প্রকাশনা সংস্থা হার্ভার্ড ল রিভিউ। ১৮৮৭ সালে প্রতিষ্ঠিত এই প্রকাশনায় মূলত ছাত্রছাত্রীদের প্রতিবেদন বা গবেষণা প্রকাশিত হয়। তাঁরাই চালান প্রকাশনাটি। সেই ১৩৬ বছরের ল রিভিউর শীর্ষে ভারতীয় বংশোদ্ভুত অপ্সরা! তিনি ১৩৭ তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। আর উচ্চাকাঙ্ক্ষী অপ্সরা প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরই লক্ষ্য স্থির করে নিয়েছেন। তাঁর কথায়, ”প্রতিবেদন নির্বাচন, সম্পাদনায় আরও বেশি ছাত্রছাত্রীর অংশগ্রহণ চাই। এবং অবশ্যই মানোন্নয়ন। এত বছরের একটা প্রকাশনার যে সুনাম, তা আরও বাড়ানোর লক্ষ্যে আমি কাজ করব।”
Advertisement
Advertisement
Advertisement



