• facebook
  • twitter
Wednesday, 26 March, 2025

ভারতীয় বংশোদ্ভূত গবেষকের রহস্যমৃত্যু মার্কিন মুলুকে

ফের ভারতীয় বংশোদ্ভূত এই গবেষকের রহস্যমৃত্যু হল মার্কিন মুলুকে। সান ফ্রান্সিসকোর বুচানান স্ট্রিটের ফ্ল্যাট থেকে এই গবেষকের দেহ উদ্ধার করা হয়। মৃত গবেষক 'ওপেন এআই ' প্রাক্তন কর্মী সুচির বালাজি। বয়স ২৬ বছর। সম্প্রতি আমেরিকার কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থা ' ওপেন এআই ' এর বেশ কিছু তথ্য ফাঁস করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। ভারতীয় বংশোদ্ভূত এই গবেষকের মৃত্যুকে ঘিরে দানা বেঁধেছে রহস্য।  

ফের ভারতীয় বংশোদ্ভূত এই গবেষকের রহস্যমৃত্যু হল মার্কিন মুলুকে। সান ফ্রান্সিসকোর বুচানান স্ট্রিটের ফ্ল্যাট থেকে এই গবেষকের দেহ উদ্ধার করা হয়। মৃত গবেষক ‘ওপেন এআই ‘ প্রাক্তন কর্মী সুচির বালাজি। বয়স ২৬ বছর। সম্প্রতি আমেরিকার কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থা ‘ ওপেন এআই ‘ এর বেশ কিছু তথ্য ফাঁস করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। ভারতীয় বংশোদ্ভূত এই গবেষকের মৃত্যুকে ঘিরে দানা বেঁধেছে রহস্য।  

 
সান ফ্রান্সিসকোর পুলিশ এবং প্রধান স্বাস্থ্য পরীক্ষক জানিয়েছেন , গত ২৬ নভেম্বর বালাজির দেহ উদ্ধার করা হয়। তবে ময়নাতদন্তে কোনও ষড়যন্ত্রের প্রমাণ মেলেনি। ওপেন এআই সংস্থার প্রাক্তন কর্মীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এক্স-এ রহস্যময় পোস্ট করেন সংস্থার অন্যতম প্রতিষ্ঠাতা ইলন মাস্ক।
 

সুচির বালাজির ‘লিঙ্কডইন’ প্রোফাইল অনুযায়ী,  কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষক ‘ওপেনএআই’এ যোগ দেন ২০২০ সালের নভেম্বর মাসে ৷২০২৪ সালের আগস্ট মাস পর্যন্ত সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন তিনি৷ সুচিরের অভিযোগ, ‘ ওপেন এআই ‘ সংস্থা মার্কিন কপিরাইট আইন ভঙ্গ করছে । চ্যাটজিপিটি-র মতো প্রযুক্তি ইন্টারনেটের ক্ষতি করছে বলেও দাবি করেন সুচির৷ গত ২৩ অক্টোবর নিউ ইয়র্ক টাইমস-এ  দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি দাবি করেন, চ্যাটজিপিটি প্রশিক্ষণের জন্য যাঁদের ডেটা ব্যবহার করে, সেই সমস্ত ব্যবসায়ী ও উদ্যোক্তাদের ক্ষতি করছে ‘ ওপেন এআই ‘ ৷ সেই সঙ্গে তিনি এও জানান যে, খুব শীঘ্রই তিনি চাকরি ছেড়ে দেবেন৷ 

তবে সুচিরের এই অভিযোগের অনেক আগেই ২০২২ সালে এই সংস্থার বিরুদ্ধে মামলা করেন বেশ কয়েকজন লেখক, সাংবাদিক ও কম্পিউটার প্রোগ্রামারস্৷ এই আবহে সুচির মৃত্যু ঘিরে নানা প্রশ্ন উঠেছে৷   

উল্লেখ্য, বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সবচেয়ে জনপ্রিয় অ্যাপ্লিকেশন চ্যাটজিপিটি-র স্রষ্টা ‘ওপেন এআই ‘ । ২০১৫ সালে ইলন মাস্ক এবং স্যাম অল্টম্যান এই সংস্থা প্রতিষ্ঠা করেন। সম্প্রতি, সংস্থার বিরুদ্ধে মার্কিন আইন অবমাননার অভিযোগ তোলেন সুচির বালাজি৷