• facebook
  • twitter
Friday, 5 December, 2025

৭ বছরের ছেলে ও বাবাকে ঘুমন্ত অবস্থায় পুড়িয়ে মারল ড্রাগ-ব্যবসায়ী বাবা-ছেলে

জয়পুর, ২০ জানুয়ারি– হেরোইন ব্যবসায় ঝামেলার জেরেই ঘুমন্ত অবস্থায় বাবা-ছেলেকে পুড়িয়ে মারল ড্রাগ ব্যবসায়ী বাবা-ছেলে। পুলিশ জানিয়েছে, রাজস্থানের হনুমানগড় এলাকার এই ঘটনায় অভিযুক্ত ওই ড্রাগ ব্যবসায়ী বাবা-ছেলেকে পাঞ্জাবের অবহর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তাদের নাম বাজ সিং, ৫৩ বছর বয়স এবং শরাজ সিং, ২৭ বছর বয়স।Advertisement জানা গেছে, হনুমানগড় এলাকার পিলিবাঙার বাসিন্দা যশবীরের সঙ্গে

জয়পুর, ২০ জানুয়ারি– হেরোইন ব্যবসায় ঝামেলার জেরেই ঘুমন্ত অবস্থায় বাবা-ছেলেকে পুড়িয়ে মারল ড্রাগ ব্যবসায়ী বাবা-ছেলে।

পুলিশ জানিয়েছে, রাজস্থানের হনুমানগড় এলাকার এই ঘটনায় অভিযুক্ত ওই ড্রাগ ব্যবসায়ী বাবা-ছেলেকে পাঞ্জাবের অবহর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তাদের নাম বাজ সিং, ৫৩ বছর বয়স এবং শরাজ সিং, ২৭ বছর বয়স।

Advertisement

জানা গেছে, হনুমানগড় এলাকার পিলিবাঙার বাসিন্দা যশবীরের সঙ্গে টাকাপয়সার লেনদেন নিয়ে সমস্যা হয়েছিল বাজ-শরাজদের। বৃহস্পতিবার রাতে অন্যদিনের মতোই ঘুমিয়েছিলেন যশবীর, তাঁর স্ত্রী, ৩৪ বছর বয়সি মনপ্রীত কৌর এবং ৭ বছরের ছেলে একমজিৎ। সে সময়েই অভিযুক্তরা এসে দরজার তলা দিয়ে পেট্রোল ঢেলে দেয় ঘরে! তার পরে ধরিয়ে দেয় আগুন। দাউদাউ করে জ্বলে ওঠে গোটা বাড়ি। ভিতরেই পুড়ে মারা যান যশবীর।

Advertisement

যশবীরের স্ত্রী ও ছেলেকে কোনও রকমে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, পরে মারা যায় ছেলেও। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন স্ত্রী মনপ্রীত। তাঁকে বিকানীরের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Advertisement