• facebook
  • twitter
Friday, 5 December, 2025

গ্রেফতারির কথায় বিজেপি নেত্রীর সম্পত্তির হিসেবে দাবি উরফির

মুম্বাই,২ জানুয়ারি — তিনি যেখানে, যে অবস্থাতেই থাকেন না কেন বিতর্ক হবেই। তিনি উরফি জাবেদ। সোশ্যাল মিডিয়ায় নিজেকে নিয়ে নানা হাসি ঠাট্টাকে একেবারে পাত্তাই দেন না সুন্দরী। তবে এবার চুপ থাকতে পারলেন না। মুখ খুললেন বিজেপি নেত্রীর বিরুদ্ধে! সম্প্রতি উরফির পোশাক দেখে অশ্লীলতার অভিযোগ আনেন বিজেপি নেত্রী চিত্রা ওয়াগ। তবে শুধুই অভিযোগ নয়, উরফিকে গ্রেফতারির

মুম্বাই,২ জানুয়ারি — তিনি যেখানে, যে অবস্থাতেই থাকেন না কেন বিতর্ক হবেই। তিনি উরফি জাবেদ। সোশ্যাল মিডিয়ায় নিজেকে নিয়ে নানা হাসি ঠাট্টাকে একেবারে পাত্তাই দেন না সুন্দরী। তবে এবার চুপ থাকতে পারলেন না। মুখ খুললেন বিজেপি নেত্রীর বিরুদ্ধে!

সম্প্রতি উরফির পোশাক দেখে অশ্লীলতার অভিযোগ আনেন বিজেপি নেত্রী চিত্রা ওয়াগ। তবে শুধুই অভিযোগ নয়, উরফিকে গ্রেফতারির দাবিও তোলেন। বিজেপি নেত্রীর এই দাবির বিরুদ্ধেই এবার মুখ খুললেন উরফি।

বিজেপি নেত্রীকে একহাত নিয়ে উরফি লিখলেন,”আমি জেলে যেতে প্রস্তুত, কিন্তু আগে আপনি নিজের ও আপনার পরিবারের সম্পত্তির হিসাব দিন। সকলকে জানান, রাজনীতিবিদদের আয়ের উৎসটা কী! কোথা থেকেই বা আয় করেন তাঁরা।”

Advertisement

Advertisement

Advertisement