• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

আবেগী স্বস্তিকা

বাবা মারা গেছেন প্রায় তিন বছর হতে চললো, কিনতু বাবার স্মৃতি আঁকড়ে ধরে প্রতি নিয়ত বাঁচেন মেয়ে। মেয়ে স্বস্তিকা মুখার্জী। বিগত বছরটা বেশ ভালোই কেটেছে স্বস্তিকার।  ঝুলিতে ছিল বেশ কিছু বড় প্রজেক্ট। ওটিটি কাঁপিয়েছে তার অভিনীত ওয়েব সিরিজগুলি।এই বছর ও নতুন মোড়কে নিজেকে দর্শকের সামনে তুলে ধরবেন তিনি।নতুন কাজ নিয়ে আশাবাদী।নতুন বছর  তাই খোশ মেজাজেই

বাবা মারা গেছেন প্রায় তিন বছর হতে চললো, কিনতু বাবার স্মৃতি আঁকড়ে ধরে প্রতি নিয়ত বাঁচেন মেয়ে। মেয়ে স্বস্তিকা মুখার্জী। বিগত বছরটা বেশ ভালোই কেটেছে স্বস্তিকার।  ঝুলিতে ছিল বেশ কিছু বড় প্রজেক্ট। ওটিটি কাঁপিয়েছে তার অভিনীত ওয়েব সিরিজগুলি।এই বছর ও নতুন মোড়কে নিজেকে দর্শকের সামনে তুলে ধরবেন তিনি।নতুন কাজ নিয়ে আশাবাদী।নতুন বছর  তাই খোশ মেজাজেই ধরা দিলেন ক্যামেরার সামনে। শুধু আক্ষেপ প্রকাশ করলেন বাবার মৃত্যু নিয়ে। নিজের  ফেসবুক প্রোফাইল এ  বাবার সঙ্গে একটি পুরোনো ছবি পোস্ট করেন তিনি।সঙ্গে শুধু বাবা থাকলেই হতো লেখেন। বছর শুরুতেই বাবার আবেগী মেয়ে মন কেড়েছে নেটিজেনদের।

Advertisement

Advertisement