দিল্লি, ৩১ মে – দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ শেষ হচ্ছে রবিবার। জেলে ফেরার ঘোষণা করে দলের কর্মী-সমর্থক এবং দিল্লিবাসীর জন্য আবেগঘন বার্তা দিলেন কেজরিওয়াল। শুক্রবার এক্স হ্যান্ডেলে একটি ভিডিয়ো পোস্ট করেন তিনি। আপ প্রধান তাঁর পরিবারের খেয়াল রাখার আর্জি জানিয়েছেন। তিনি জানালেন, তাঁর বাবা-মা অসুস্থ, সবাই মিলে যেন তাঁদের দেখশুনো করেন। উল্লেখ্য, আবগারি দুর্নীতির দায়ে গ্রেপ্তার হয়েছেন আপ সুপ্রিমো। আগামী ২ জুন তাঁর আবার তিহাড় জেলে ফিরে যাওয়ার কথা।
সাংবাদিক বৈঠকে কেজরি বলেন, “পরশু তিহাড় জেলে ফিরে যাব। জানি না এবার আমাকে কতদিনের জন্য আটকে রাখা হবে। তাই আজ সকলের কাছে একটি বিশেষ অনুরোধ জানাচ্ছি। আমার মা-বাবার বয়স হয়েছে। মায়ের শরীরও ভাল নয়। জেলে বসে সকলকে নিয়ে খুব দুশ্চিন্তা করি। তাই আমার পরে দয়া করে সকলে মা-বাবার খেয়াল রাখবেন।”
Advertisement
Advertisement
Advertisement



