বেঙ্গালুরু, ৬ ডিসেম্বর– রাস্তাতেই যুবককে চেপে ধরে রেখেছে জনাপাঁচেকের একটি দল। আর এক বিশালাকৃতি পাথরের টুকরো তুলে তাঁর মাথা থেতলে দিচ্ছে এক মহিলা। তার পর একে একে মারতে শুরু করল বাকিরাও। মাথা থেঁতলে খুন করা হল ওই যুবককে । সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল সেই হাড়হিম করা খুনের দৃশ্য।
বেঙ্গালুরুর কেপি আগ্রহরা এলাকায় গত শুক্রবার মধ্যরাতে ঘটেছে এই নৃশংস খুনের ঘটনা, যার পুরোটাই ধরা পড়েছে রাস্তায় বসানো সিসিটিভি ক্যামেরায়। সেই ফুটেছে দেখা যাচ্ছে, বছর তিরিশের এক যুবককে ক্রমশই কোণঠাসা করে ফেলছে একদল পুরুষ ও মহিলা। নিজেদের মধ্যে প্রাথমিক তর্কাতর্কির পর ওই যুবককে চেপে ধরে রাস্তায় বসিয়ে রাখে দলের বাকিরা। তারপরেই রাস্তা থেকে বিশাল আকৃতির একটি পাথর তুলে নিয়ে যুবকের মাথায় সজোরে বসিয়ে দেয় এক মহিলা।
Advertisement
ওই যুবক বাদামি এলাকার বাসিন্দা। নৃশংস ওই খুনের ঘটনার সময় তাঁর চিৎকারে ছুটে আসেন স্থানীয়রা। তাঁরাই খবর দেন থানায়। পুলিশ এসে হাসপাতালে নিয়ে যায় ওই যুবককে। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
Advertisement
Advertisement



