• facebook
  • twitter
Friday, 5 December, 2025

গৃহবধূর রক্তাত্ব দেহ উদ্ধার নিয়ে চাঞ্চল্য জলপাইগুড়িতে 

জলপাইগুড়ি,১৫ নভেম্বর — গৃহবধূর মৃত্যুতে তুমুল চাঞ্চল্য সৃষ্টি হয় রাজগঞ্জের ফুলবাড়ি এলাকায়।বাড়ির সদস্যদের অনুপস্থিতিতে গৃহবধূর গলাকাটা দেহ উদ্ধার হলো।শ্বশুর-শাশুড়িকে আনতে স্বামী গিয়েছেন নদিয়া।পাঁচ বছরের ছেলেকে নিয়ে বাড়িতে ছিলেন বছর ২৮ এর বধূ।পুলিশ জানিয়েছে ওই মহিলার নাম রিয়া বিশ্বাস । মঙ্গলবার ভোররাতে রিয়ার ছেলের কান্নার আওয়াজ শুনতে পান প্রতিবেশীরা। তারা এসে দেখেন শৌচাগারে পড়ে রয়েছে রিয়ার গলা

জলপাইগুড়ি,১৫ নভেম্বর — গৃহবধূর মৃত্যুতে তুমুল চাঞ্চল্য সৃষ্টি হয় রাজগঞ্জের ফুলবাড়ি এলাকায়।বাড়ির সদস্যদের অনুপস্থিতিতে গৃহবধূর গলাকাটা দেহ উদ্ধার হলো।শ্বশুর-শাশুড়িকে আনতে স্বামী গিয়েছেন নদিয়া।পাঁচ বছরের ছেলেকে নিয়ে বাড়িতে ছিলেন বছর ২৮ এর বধূ।পুলিশ জানিয়েছে ওই মহিলার নাম রিয়া বিশ্বাস ।

মঙ্গলবার ভোররাতে রিয়ার ছেলের কান্নার আওয়াজ শুনতে পান প্রতিবেশীরা। তারা এসে দেখেন শৌচাগারে পড়ে রয়েছে রিয়ার গলা কাটা নিথর দেহ। সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা পঞ্চায়েত প্রধান দিলীপ রায়কে খবর দেন। নিউ জলপাইগুড়ি থানার ওসি পার্থ সারথি দাসের নেতৃত্বে পুলিশ এসে দেহটি উদ্ধার করে। তদন্তে আসেন এসিপি  শুভেন্দুকুমার। আসেন গোয়েন্দা দফতরের আধিকারিকরাও।রিয়ার বাড়িতে ছিল একমাত্র তার ছোট্ট ছেলে। তার সঙ্গে কথা বলেন পুলিশ কর্তারা।পুলিশ কমিশনার অখিলেশ কুমার চতুর্বেদীর তত্ত্বাবধানে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ এই ঘটনায় তার পরিবারের লোকেদের সাথে জিজ্ঞাসাবাদ করছেন।রিয়া নামক মৃত মহিলার ছোটো ছেলের সাথেও কথা  বলেন।প্রাথমিক খোঁজখবর নিয়ে পুলিশ জানতে পারে, রিয়ার স্বামী অমিয় বিশ্বাস বেশ কয়েক বছর আগে বাংলাদেশ থেকে জলপাইগুড়িতে আসেন।কাঠমিস্ত্রির কাজ করেন তিনি। রিয়ার বাপের বাড়ি স্থানীয় অম্বিকানগরে। দশ বছর আগে অমিয়র সঙ্গে তাঁর বিয়ে হয়।বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন রিয়া। কিছুদিন আগে অমিয়র ভাই অপূর্বও বাংলাদেশ থেকে এসে এখানেই থাকত।দাদার সঙ্গে কাজ করত। স্থানীয়রা জানান, রবিবার দুই ভাই নদিয়াতে গিয়েছে তাদের বাবা-মাকে আনতে। বাড়িতে ছিলেন রিয়াদেবী এবং তার ছেলে। তারই মধ্যে এমন ঘটনায় হতবাক এলাকার বাসিন্দারা। আততায়ীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন তাঁরা।

Advertisement

Advertisement