জয়পুর- ফরাসি বিমানবাহিনীর চিফ অফ দ্য স্টাফ জেনারেল অ্যান্দ্রে লানাতা এদিন ভারতীয় বিমানবাহিনীর লাইট কম্ব্যাট এয়ারক্র্যাফট (এলসিএ)-এর যুদ্ধ বিমান তেজস সফর করলেন।
পশ্চিম রাজস্থানে এদিন ফরাসি বিমানবাহিনীর প্রধান তেজস সফর করলেন। যোধপুর বিমানবাহিনীর স্টেশন থেকে ভারতীয় যুদ্ধ বিমানটি ওড়ে। প্রতিরক্ষা দফতরের এক মুখপাত্র জানিয়েছেন, লানাতা এয়ারক্র্যাফটের ট্রেনার সীটে বসে ছিলেন।
Advertisement
এর আগে তেজস সফর করেন মার্কিন এয়ারফোর্সের চিফ জেনারেল ডেভিড এল গোল্ডফিয়েন। গ্রুপ ক্যাপ্টেন রাজেশ যোশী আইএএফ যোধপুর স্টেশনের কমান্ডার সফরে সঙ্গী ছিলেন।
Advertisement
এদিন লানাতা আইএএফের অন্যান্য যুদ্ধবিমান পরিদর্শন করেন। যোশী জানিয়েছেন, ভারত এবং ফ্রান্সের মধ্যে প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা গড়ে তোলাই দুই দেশের লক্ষ্য। তেজসের আসন সংখ্যা একটিই। এর একটি মাত্র ইঞ্জিন রয়েছে কিন্তু কাজ করে একাধিক।
এই যুদ্ধবিমানটি তৈরি করেছে এরোন্যটিকাল ডেভেলপমেন্ট এজেন্সী এবং হিন্দুস্তান এরোন্যটিকাল লিমিটেড। লানাতার সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী। তিনি অন্যান্য জায়গা পরিদর্শন করেন এদিন। তেজসকে ২০১৬ সালের জুলাই মাসে ভারতীয় বিমান বাহিনী প্রথম আনে।
Advertisement



