• facebook
  • twitter
Friday, 5 December, 2025

সাঁতরাগাছির কাছে ট্রেলার দুর্ঘটনায়  চালকের ধর থেকে বিচ্ছিন্ন মাথা

হাওড়া,১৭ অক্টোবর — হাড় হিম করা দুর্ঘটনাটি ঘটেছে কোনা এক্সপ্রেসওয়ের  জানা গেটের  কাছে। এদিন কলকাতা থেকে ধূলাগড়ের দিকে যাচ্ছিল একটি ট্রেলার। সাঁতরাগাছি ব্রিজের ঠিক আগেই এক সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। সেই মুহূর্তেই রাস্তার পাশের একটি মন্দিরে গিয়ে ধাক্কা মারে ট্রেলারটি। দুমড়ে-মুচড়ে যায় সেটি। দুর্ঘটনার অভিঘাতে চালকের ধড় এবং মুণ্ডু আলাদা হয়ে যায়

হাওড়া,১৭ অক্টোবর — হাড় হিম করা দুর্ঘটনাটি ঘটেছে কোনা এক্সপ্রেসওয়ের  জানা গেটের  কাছে। এদিন কলকাতা থেকে ধূলাগড়ের দিকে যাচ্ছিল একটি ট্রেলার। সাঁতরাগাছি ব্রিজের ঠিক আগেই এক সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। সেই মুহূর্তেই রাস্তার পাশের একটি মন্দিরে গিয়ে ধাক্কা মারে ট্রেলারটি। দুমড়ে-মুচড়ে যায় সেটি। দুর্ঘটনার অভিঘাতে চালকের ধড় এবং মুণ্ডু আলাদা হয়ে যায় বলে জানা গেছে এবং সঙ্গে সঙ্গে মৃত্যু হয় চালকের।

খবর পেয়ে ছুটে আসে স্থানীয় লোকজন। খবর দেওয়া হয় জগাছা থানায়। পুলিশ এসে পৌঁছানোর পর ক্রেনের সাহায্যে ট্রেলারটির বনেট ভেঙে উদ্ধার করা হয় চালকের মৃতদেহ। রাতেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে দেহটি। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে মন্দিরটিও। এর জেরে রবিবার রাতে কোনা এক্সপ্রেসওয়েতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হয়।

Advertisement

Advertisement

Advertisement