সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যূতে শোকের আবহ, কার্নিভালে নেই একডালিয়া এভারগ্রিন

Written by SNS October 7, 2022 3:56 pm
‘দেখি মুকুটটা তো পরে আছে, রাজা শুধু নেই।’
সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণের পর এই বছরের পুজোটা ছিল একেবারেই  অন্যরকম একডালিয়ার এভারগ্রিন কমিটি-এর কাছে। কারণ, আহমেদাবাদের মন্দিরের আদলে তৈরি মণ্ডপে সুসজ্জিত প্রতিমা,ঢাকের বাদ্যি থাকলেও ছিল না পুজোর আমেজ সুব্রত মুখোপাধ্যায়কে ছাড়া।তাই, এ বছর কার্নিভালে অংশ নিচ্ছে না এই পুজো।রেড রোডে অংশগ্রহণকারী সুসজ্জিত প্রতিমার লাইনে দেখা যাবে না এভারগ্রিন এর প্রতিমা। এই প্রসঙ্গে পুজো কমিটি এর  সম্পাদক বলেন ,”আমাদের পুজোর প্রধান পৃষ্টপোষক  সুব্রত মুখোপাধ্যায় নেই।তাই এ বছর আমরা কোনও অনুষ্ঠান সেভাবে পালন করিনি।সুব্রতদা নেই, তাই আমাদের কারোরই মন ভালো নেই।ফলে পুজো কার্নিভালেও  আমরা অংশ নিচ্ছি না।” মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে পূর্বেই কার্নিভাল থেকে এই বছর বিরত থাকার  বিষয়ে সম্পর্কে  লিখিতভাবে জানানো হয়েছে।উল্লেখ্য বিষয়ের উপর ভিত্তি করে, একাদশীর রাতেই বাবুঘাটে একডালিয়ার প্রতিমা বিসর্জনের পক্রিয়া সম্পন্ন করা হয়। একডালিয়ার পুজো উদ্বোধন করতে গিয়ে মমতা ব্যানার্জী সুব্রত মুখোপাধ্যায়ের স্মৃতিচারণা করে বলেন, ”মানুষটা অন্তপ্রাণ ছিলেন। একমাস আগে থেকে বলতেন তারিখ দিতে।সেই আন্তরিকতা অভাবনীয়। মানুষটা আজ নেই।বালিগঞ্জ-এর বহু  পুজোতে গিয়েছি।সেখানে সুব্রতদাকে খুব মিস করছি।”শুরু থেকে ব্রাজিলের রিও কার্নিভালের আদলে অনুষ্টিত দূর্গাপূজোর  কার্নিভাল থেকে কোনোবারই বাদ পড়েনি একডালিয়ার পুজো কমিটি।