• facebook
  • twitter
Friday, 5 December, 2025

রাজ্যজুড়ে ডেঙ্গির থাবায় উদ্বেগে নবান্ন

কলকাতা, ২৩ সেপ্টেম্বর– রাজ্যে ডেঙ্গি বাড়ছে। পুজোর আর বাকি মাত্র কদিন। পুজোর মুখে এই ডেঙ্গিতে উদ্বেগে নবান্ন। শুক্রবার নবান্নে ডেঙ্গি নিয়ে জরুরি বৈঠক ডেকেছিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। উচ্চ পর্যায়ের ওই বৈঠকের পর জানানো হয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ ও উত্তর দিনাজপুরে হু হু করে বাড়ছে ডেঙ্গি। পুজোয় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে ডেঙ্গি কমার কোনও ইঙ্গিত

Dengue

কলকাতা, ২৩ সেপ্টেম্বর– রাজ্যে ডেঙ্গি বাড়ছে। পুজোর আর বাকি মাত্র কদিন। পুজোর মুখে এই ডেঙ্গিতে উদ্বেগে নবান্ন। শুক্রবার নবান্নে ডেঙ্গি নিয়ে জরুরি বৈঠক ডেকেছিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। উচ্চ পর্যায়ের ওই বৈঠকের পর জানানো হয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ ও উত্তর দিনাজপুরে হু হু করে বাড়ছে ডেঙ্গি।

পুজোয় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে ডেঙ্গি কমার কোনও ইঙ্গিত নেই বলে জানিয়েছেন চিকিৎসক ও বিশেষজ্ঞরা। তাই হাসপাতালগুলোকেও প্রস্তুত থাকতে বলা হয়েছে। পুরসভাগুলিকেও ডেঙ্গি প্রতিরোধে উৎসবের দিনগুলিতেও সজাগ থাকতে বলা হয়েছে।  এমনকি পুজোও  প্রয়োজনে স্বাস্থকর্মীদের ছুটিও বাতিল করার ধারণা দিয়েছে নবান্ন। 

Advertisement

ওই জেলাগুলির পাশাপাশি, রাজ্যের সব জেলাগুলিকে সতর্ক থাকতে বলেছে নবান্ন। এদিন জেলাশাসকদের সঙ্গে বৈঠকে বলা হয় এলাকা পরিস্কার রাখতে। সচেতনতা বাড়াতে হবে। উত্তর ২৪ পরগণা জেলাকে নির্দেশ দেওয়া হয়েছে, কাউন্সিলরদের সঙ্গে বৈঠক করে ডেঙ্গি মোকাবিলায় পদক্ষেপ করতে হবে। হাসপাতাল, বেসরকারি হাসপাতালে পরিকাঠামো বাড়াতে হবে। ডেঙ্গি রোগী যথাযথ যাতে চিকিৎসা পান তা সুনিশ্চিত করতে হবে।

Advertisement

Advertisement