বীরভূম,৩১আগস্ট — বুধবার সকালেই অনুব্রত ঘনিষ্ঠ ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়তাঁর বাড়িতে হাজির হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি দল।গরু পাচার কাণ্ডে সিবিআই আটক করল অনুব্রত ঘনিষ্ঠ কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়কে। সিবিআই সূত্রে বলা হয়েছে, কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায় অনুব্রতর একাধিক সম্পত্তি দেখভাল করতেন। ভোলে ব্যোম ও শিবশম্ভু রাইস মিলেও নিয়মিত যাতায়াত ছিল এই কাউন্সিলরের। তাছাড়া এই কাউন্সিলরের সম্পত্তিও অস্বাভাবিক গতিতে গত কয়েক বছরে বেড়েছে বলে জানা গিয়েছে।
Advertisement
Advertisement



