ঢাকা, ১৯ আগস্ট– ত্রিপুরার ভারত-বাংলাদেশ সীমান্তে বাংলাদেশ তরফে আসা গুলিতে প্রাণ গেল এক বিএসএফ জওয়ানের। জানা গিয়েছে, বাংলাদেশি জঙ্গিরা গুলি চালায়।
শুক্রবার সকাল সাড়ে আটটা নাগাদ এই ঘটনাটি ঘটেছে উত্তর ত্রিপুরার প্রত্যন্ত অঞ্চলে। উত্তর ত্রিপুরার পুলিশ সুপার কিরণ কুমার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “বিএসএফ-এর একটি টিম সিমনাপুর সীমান্তে রুটিন পেট্রলিংয়ে গিয়েছিল। সেই সময়েই গুলি চালানো হয়।’
Advertisement
জঙ্গিদের ছোড়া চারটি বুলেট লাগে কর্মরত বিএসএফ জওয়ান গ্রিজেশ কুমারের। তিনি সীমান্ত সুরক্ষা বলের ১৪৫ নম্বর ব্যাটেলিয়নে কর্মরত ছিলেন। জানা গিয়েছে, এনএলএফটি জঙ্গিদের গুলিতেই প্রাণ হারিয়েছেন এই জওয়ান।বাকিরা পাল্টা গুলিবৃষ্টি শুরু করেন জঙ্গিদের দিকে তাক করে। জখম অবস্থায় হেলকপ্টারে করে আগরতলায় আনা হয় ওই বিএসএফ জওয়ানকে। তারপর সেখানেই তাঁর মৃত্যু হয়।
Advertisement
Advertisement



