• facebook
  • twitter
Friday, 5 December, 2025

খুনের মামলায় দোষী সাব্যস্ত দুজনের যাবজ্জীবন কারাদণ্ড

২০১৮ সালের মে মাসে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানা এলাকায় এক যুবক খুনের মামলায় দোষী সাব্যস্ত দুজনের যাবজ্জীবন কারাদণ্ড হলো।

Boy hold cage with eye sad and hopeless

২০১৮ সালের মে মাসে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানা এলাকায় এক যুবক খুনের মামলায় দোষী সাব্যস্ত দুজনের যাবজ্জীবন কারাদণ্ড হলো।

সোমবার আসানসোল আদালতের এডিজে বা অতিরিক্ত জেলা জজ (প্রথম) মনোজ কুমার প্রসাদ কুলটি থানার আলডির সায়ের পাড়ার বাসিন্দা দোষী সাব্যস্ত রাকেশ বাউরি ও সাগর বাউরির এই সাজা ঘোষণা করেন।

Advertisement

এই মামলার সরকারি আইনজীবী বা পিপি অভিজিৎ মুখোপাধ্যায় এদিন বলেন, পুলিশ এই দুজনের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৩০২, ৩৬৪, ২০১ ও ৩৮৪ নং ধারায় (কেস নং ১৮০-১৮) মামলা করেছিলো। ৪ বছরের বেশি সময় ধরে চলা এই মামলায় মোট ১৪ জন সাক্ষী দেন।

Advertisement

Advertisement