• facebook
  • twitter
Thursday, 29 January, 2026

বাবার বিরুদ্ধে মেয়ের অভিযোগ

মেয়েটির অন্তঃসত্ত্বা হয়ে পড়াতেই ঘটনাটি জানাজানি হয়। মেয়ের মুখ থেকে সব জানতে পেরে নিজের স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন অরবিন্দের স্ত্রী।

নিজের মেয়েকে লাগাতার ধর্ষণ করে অন্তঃসত্ত্বা করার অভিযোগ উঠল অধ্যাপক বাবার বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে জলপাইগুড়িতে। নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে অধ্যাপক বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

জানা গিয়েছে , অভিযুক্ত বাবার নাম অরবিন্দ কুমার চৌধুরী। তিনি জলপাইগুড়ি আনন্দ চন্দ্র কলেজ এর হিন্দি বিভাগের অধ্যাপক।

Advertisement

অভিযোগ, দীর্ঘদিন ধরে মেয়েকে ভয় দেখিয়ে তিনি গোপনে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করছিলেন। কিন্তু বাবার ভয়ে কারো সামনে মুখ খুলতে পারেনি ওই নাবালিকা।

কিন্তু মেয়েটির সম্পত্তি অন্তঃসত্ত্বা হয়ে পড়াতেই ঘটনাটি জানাজানি হয়। মেয়ের মুখ থেকে সব জানতে পেরে নিজের স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন অরবিন্দের স্ত্রী।

সেই অভিযোগের উপর ভিত্তি করে জলপাইগুড়ির মহিলা থানার পুলিশ গ্রেফতার করে অধ্যাপক পিতাকে। বুধবার অভিযুক্তকে জলপাইগুড়ি আদালতে তোলা হয়।

এই ঘটনা প্রসঙ্গে জলপাইগুড়ির পুলিশ সুপার দেবর্ষি দত্ত জানিয়েছেন, নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত অধ্যাপককে গ্রেফতার করা হয়েছে।

অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে। যদিও এই ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। অধ্যাপকের এই ধরনের কার্যকলাপে হতবাক তার সহকর্মীরাও।

Advertisement