• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

বড় ধাক্কা তৃণমূলের, দল ছাড়লেন যশবন্ত সিনহা

বিরোধীদের রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী হিসাবে যার নাম তৃণমূলের তরফ থেকে প্রস্তাব করার কথা। সেই যশবন্ত সিনহাই আচমকা দল ছাড়ার কথা ঘোষনা করলেন।

বিরোধীদের রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী হিসাবে যার নাম তৃণমূলের তরফ থেকে প্রস্তাব করার কথা। সেই যশবন্ত সিনহাই আচমকা দল ছাড়ার কথা ঘোষনা করলেন।

মঙ্গলবার সকালে নিজেই টুইট করে তৃণমূল ত্যাগের কথা জানান তৃণমূলের সর্বভারতীয় সহ সভাপতি। শরদ পাওয়ার, গোপালকৃষ্ণ গান্ধীর পর বিরোধীদের রাষ্ট্রপতি পদ প্রার্থী হিসাবে উঠে আসছিল বাজপেয়ি জামানার এই মন্ত্রীর নাম।

Advertisement

Advertisement

যিনি বিজেপিতে মোদী বিরোধী বলেও পরিচিত, এমনকী বিজেপি ছেড়ে পরবর্তী সময়ের ২০২১ সালের ১৫ মার্চ তিনি তৃণমূলে যোগ দিয়েছিলেন।

পান সর্বভারতীয় সহ- সভাপতির পদ। তিনি বৃহত্তর জাতীয় স্বার্থে ‘তৃণমূল ত্যাগ ‘ এর কথা ঘোষনা করলেন।

এদিন টুইট করে তিনি লেখেন, ” তৃণমূলে যে সম্মান ও মর্যাদা আমাকে দেওয়া হয়েছে তার জন্য আমি মমতাজির কাছে কৃতজ্ঞ।

এখন সময় এসে গিয়েছে আমাকে বৃহত্তর জাতীয় স্বার্থে এবং আরও উন্নত বিরোধী ঐক্যের জন্য দল থেকে সরে দাঁড়াতে হবে। আমি মনে করি তিনি আমার এই সিদ্ধান্তকে অনুমোদন করবেন।”

সূত্রের খবর, তাঁকে রাষ্ট্রপতি প্রার্থী করার জন্যে বিরোধীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সুপারিশ করে। তবে প্রার্থী হওয়ার আগেই এই দলত্যাগ অস্বস্তিতে ফেলে দিল তৃণমূলকে ।

Advertisement