ভারতীয় নৌসেনার যুদ্ধজাহাজ আইএনএস বিরাটকে ব্যক্তিগত ছুটি কাটাতে প্রমােদতরণী হিসেবে ব্যবহার করেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত রাজীব গান্ধি।নরেন্দ্র মােদির এই অভিযােগের পরেই এর প্রতিবাদে সােচ্চার হয়েছে কংগ্রেস।এবার বলিউড তারকা অক্ষয় কুমারকে আইএনএস সুমিত্রায় নিয়ে যাওয়া নিয়ে প্রশ্ন তুললেন কংগ্রেসের সােশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজিস্ট বিদ্যা স্পন্দনা।কানাডার পাসপাের্ট থাকায় ভারতীয়ই নন অক্ষয় কুমার। কানাডার একজন নাগরিককে যুদ্ধজাহাজে তুলে নিয়ে গিয়েছিলেন নরেন্দ্র মােদি।
তাঁর নাগরিকত্ব নিয়ে জল্পনা চলতে থাকায় গত সপ্তাহে অক্ষয় নিজেই জানিয়েছিলেন, তাঁর কানাডার পাসপাের্ট রয়েছে।আইএনএস বিরাট ইস্যুতে নিজের অবস্থান জানাতে এর আগে অমিতাভ বচ্চনের কাছেও অনুরােধ রেখেছিলেন দিব্যা স্পন্দনা।লাক্ষাদ্বীপে সপরিবার ছুটি কাটাতে ১০ দিন রাজীব গান্ধি আইএনএস বিরাটকে ব্যক্তিগত ট্যাক্সি হিসেবে ব্যবহার করেন বলে গত বুধবার অভিযােগ করেছিলেন নরেন্দ্র মােদি।
Advertisement
Advertisement
Advertisement



