• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ছবি হিট করাতে নতুন লুকে অক্ষয় কুমার!

এক মুখ দাড়ি, মাথায় পাগড়ি, চোখে চশমা পরে তাকে প্রায় চেনাই যাচ্ছিল না। নতুন ছবির নতুন লুক শেয়ার করতে এমনই ভেস ধরলেন অক্ষয় কুমার।

এক মুখ দাড়ি, মাথায় পাগড়ি, চোখে চশমা পরে তাকে প্রায় চেনাই যাচ্ছিল না। নতুন ছবির নতুন লুক শেয়ার করতে এমনই ভেস ধরলেন অক্ষয় কুমার। যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

ইন্ডাস্ট্রি সূত্রে পাওয়া খবর অনুযায়ী, এই মুহূর্তে লন্ডনে এই ছবির শুটিংয়ে ব্যস্ত রয়েছেন অক্ষয় কুমার। ছবির পরিচালক টিনু সুরেশ দেশাই।

Advertisement

শোনা যাচ্ছে, মাইনিং ইঞ্জিনিয়ার জসওয়ান্ত সিং গিলের জীবনের উপর নির্ভর করেই তৈরি হচ্ছে এই ছবির গল্প।

Advertisement

১৯৮৯ সালে এক কয়লাখনিতে আটকে থাকা ৬৫ জন শ্রমিকদের উদ্ধারকার্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। ২০১৯ সালে তিনি প্রয়াত হন।

গুঞ্জনে রয়েছে, এই ছবির জন্য নাকি অক্ষয়ের আগে ভাবা হয়েছিল অজয় দেবগণ ও ভিকি কৌশলের নাম। তবে শেষমেশ অক্ষয়কেই বেছে নেন প্রযোজক সংস্থা পূজা এন্টারটেনমেন্ট।

প্রসঙ্গত, বক্স অফিসে তেমন আর চলছে না অক্ষয় ম্যাজিক। একের পর এক ছবি ফ্লপ। ‘বেল বটম’ থেকে ‘বচ্চন পাণ্ডে’, কিংবা হালফিলের ‘পৃথ্বীরাজ’। হিটের মুখ থেকে রীতিমতো ক্লান্ত হয়ে পড়েছেন অক্ষয়।

Advertisement