• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

জোয়ে রুটের পাশে স্টোক্স

ইংল্যান্ড টেস্ট দলের দায়িত্ব পেয়ে তিনি কখনোই ভুলে যাননি প্রাক্তন অধিনায়ক জোয়ে রুটকে। একটা রুটের জন্যই বেন স্টোক্স অনেক সুবিধা পেয়েছিলেন দলে খেলার জন্য।

ইংল্যান্ড টেস্ট দলের দায়িত্ব পেয়ে তিনি কখনোই ভুলে যাননি প্রাক্তন অধিনায়ক জোয়ে রুটকে। একটা রুটের জন্যই বেন স্টোক্স অনেক সুবিধা পেয়েছিলেন দলে খেলার জন্য।

আর সেই কাজটা তিনি এখন করে চলেছেন এবং প্রাক্তন অধিনায়কের পাশে দাঁড়িয়ে বর্তমান অধিনায়ক বেন স্টোক্স বলেন, ‘জোয়ে রুট আমাদের দলের ব্যাটিং স্তম্ভ ওকে ছাড়া আমি কিছু ভাবতে পারি না।

Advertisement

আর ও আমার পাশে থাকলে আমি একটা বিরাট ভরসা পাব সেটা আমি নিশ্চিতভাবে বলে দিতে পারি।

Advertisement

ওর উপর আমার পুরো ভরসা রয়েছে ও নিজের সেরা খেলাটা মেলে ধরে ঠিক কামব্যাক করবে।

আর আমাদের দলে ওর জায়গা চার নম্বরেই থাকবে। ও চার নম্বরেই ব্যাট করতে নামবে সেটা আমি এখন থেকে পরিষ্কারভাবে জানিয়ে রাখতে চাই।’

Advertisement