আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিমধ্যেই প্রতিটা অংশগ্রহণকারী দল তাদের খেলোয়াড়দের নাম ঘোষণা করে দিয়েছে। গতবার করোনার জন্যই অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বাতিল হয়ে গিয়েছিল। তবে এই করোনার জন্যই এবারও ভারতের মাটিতে বিশ্বকাপের আসর না বসিয়ে মরু শহরে নিয়ে যাওয়া হয়েছে।
এদিকে বৃহস্পতিবার আইসিসি’র তরফ থেকে কুড়িজনের একটি ম্যাচ অফিসিয়ালের নাম ঘোষণা করা হয়েছে। এই তালিকায় আম্পায়রদের মধ্যে ভারত থেকে একমাত্র শুধু নীতিন মেননই জায়গা পেয়েছেন।
Advertisement
তবে করোনার কথা মাথায় রেখেই কুড়িজনের নাম ঘোষণা করা হয়েছে। আম্পায়রদের তালিকায় নীতিন মেননের পাশাপাশি ম্যাচ রেফারিদের মধ্যে প্রাক্তন ভারতীয় পেসার জাভগল শ্রীনাথ একাই রয়েছেন।
Advertisement
আম্পায়রদের তালিকা: ক্রিস ব্রুন, আলিম ডার, কুমার ধর্মসেনা, এরাস এরাসমাস, ক্রিস গ্রেফনি, মিচেল গ, হোল্ডস্টক, রিচার্ড রিচার্ড ক্যাটেলব্রো, নীতিন মেনন, আসান রাজা, পল রিফিল, ল্যাংটন রুসের, রড টাকার, জোয়েল উইলসন ও পল উইলসন। চারজন ম্যাচ রেফারিরা হলেন: ডেভিড ব্রন , জেফ ক্রো, রঞ্জন মদুগুলে ও জাভগল শ্রীনাথ। অ্যাড্রিয়ান ইলিংওয়ার্থ।
Advertisement



