• facebook
  • twitter
Friday, 5 December, 2025

সােনু সুদের অফিসে আয়কর দফতরের হানা

বলিউড অভিনেতা সােনা সুদের অফিসে হানা দিল আয়কর দফতর। বুধবার সকালে হঠাৎই এই ঘটনার পরে সােনু সুদের অনুরাগীদের মধ্যে চাঞ্চল্য শুরু হয়ে যায়।

মুম্বইয়ে গণেশ প্রতিমা বিসর্জনের পথে বলিউড অভিনেতা সােনু সুদ (Photo: পিটিআই)

বলিউড অভিনেতা সােনা সুদের অফিসে হানা দিল আয়কর দফতর। বুধবার সকালে হঠাৎই এই ঘটনার পরে সােনু সুদের অনুরাগীদের মধ্যে চাঞ্চল্য শুরু হয়ে যায়। ঠিক কেন সােনু সুদের অফিসে আয়কর দফতরের অফিসাররা হানা দিয়েছে, তা নিয়ে নানা জল্পনা শুরু হয়ে যায়।

জানা গিয়েছে, মােট ৬ টি অফিসে এদিন হানা দেয় আয়কর দফতর। গত মঙ্গলবারই দিল্লি সরকারের তরফ থেকে সােনু সুদকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মেন্টরশিপ প্রােগ্রামের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করা হয়েছে।

Advertisement

আর ঠিক তার পরেই সােনুর অফিসে আয়কর কর্তাদের হানা নিয়ে রীতিমতাে শােরগােল পড়েছে বলিউডে। কয়েকদিন আগে খবর আসে আমআদমি পার্টিতে নাকি যােগ দিচ্ছেন সােনু সুদ। তবে এই নিয়ে কোনওরকম মন্তব্য করতে চাননি সােনু।

Advertisement

গতবছর করােনাকালে পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়িয়ে গােটা দুনিয়ার মন জয় করে নেন সােনু। তারপর থেকেই যখনই কেউ বিপদে পড়েছেন সােনু বার বার পাশে দাঁড়িয়েছেন।

সেই সােনু সুদের অফিসে আয়কর দফতরের হানা দেওয়ার খবর পাওয়ার পর থেকেই সােনুর অনুরাগীদের মধ্যে উৎকণ্ঠা দেখা দিয়েছে। তবে ঠিক কী কারণে এই আয়কর হানা তা নিয়ে বিশদে কিছু জানা যায়নি।

Advertisement