কলকাতায় আসছেন অলিম্পিকের আসরে জ্যাভলিন থ্রো সােনার পদক জয়ী নীরজ চোপড়া। ১৫ সেপ্টেম্বর একটি অনুষ্ঠানে যােগ দিতে কলকাতায় আসছেন তিনি। শতদ্রু দত্ত আয়ােজিত একটি অনুষ্ঠানে যােগ দিতেই শহরে আসছেন নীরজ।
অনুষ্ঠানের উপস্থাপক প্রিয়ম ঘােষ একজন ব্যাডমিন্টন খেলােয়াড় ছিলেন। তিনি এগারাে বছর ধরে ব্যাডমিন্টন খেলেছেন। ‘তাহাদের কথা’ নামক এই অনুষ্ঠানে যোগ দিতে নীরজ চোপড়া শহরে আসছেন যা ক্রীড়াপ্রেমীদের ভিতর এক উদ্দীপনা সৃষ্টি করেছে সেটা বলাই বাহুল্য।
Advertisement
Advertisement
Advertisement



