• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ইউএস ওপেনের সেমিফাইনালে জোকার

আরও একটি গ্র্যান্ড স্লাম খেতাব জয়ের দিকে নােভাক জোকোভিচ। ইতালির মাতেয়াে বেরােক্তিনিকে হারিয়ে উঠে গেলেন ইউএস ওপেনের সেমিফাইনালে।

নােভাক জোকোভিচ (File Photo: IANS)

আরও একটি গ্র্যান্ড স্লাম খেতাব জয়ের দিকে নােভাক জোকোভিচ। ইতালির মাতেয়াে বেরােক্তিনিকে হারিয়ে উঠে গেলেন ইউএস ওপেনের সেমিফাইনালে। ক্যালেন্ডার স্লাম জেতা থেকে জোকার মাত্র আর দু ’ ম্যাচ দূরে দাঁড়িয়ে রয়েছেন।

সেমিফাইনালে জোকার মুখােমুখি হবে আলেকজান্ডের জেরেভের। জোকার জয় তুলে নেন শেষ আটের খেলায় ৫-৭, ৬-২, ৬-২, ৬-৩ সেটে। খেলার পর জোকার বলেন, লড়াইটা দারুণ হয়েছে। আমার জীবনের সেরা তিনটি সেট খেললাম। এরকম কঠিন চ্যালেঞ্জের মুখে আমাকে কখনাে আগে পড়তে হয়নি। তবে আমাকে আরও প্রস্তুতি নিতে হবে।

Advertisement

Advertisement

Advertisement