অবশেষে ইংরেজ সমর্থক ড্যানিয়েল জার্ভিসকে গ্রেফতার করল দক্ষিণ লন্ডনের পুলিশ। মাঠে উপস্থিত ক্রিকেটারকে অনিচ্ছাকৃতভাবে আঘাত করার দায়ে তাকে জেলে রাখা হয়েছে।
পেশায় একজন ইউটিউবার, কৌতুকাভিনেতা জার্ভিস পরিচিত ‘জারভাে ৬৯’ নামে। লর্ডসে দ্বিতীয় টেস্ট থেকে তিনি ভারতীয় সমর্থক সেজে বার বার মাঠে ঢুকে পড়েছেন। কখনও ফিল্ডার হিসাবে, কখনও ব্যাটসম্যান হিসাবে।
Advertisement
ওভালে তিনি ঢুকে পড়েছিলেন বােলার হিসেবে। কল করতে গিয়েই ধাক্কা মেরে বসেন ইংরেজ ক্রিকেটার জনি বেয়ারস্ট্রোকে। খেলার দ্বিতীয়দিনে এই ঘটনাটি ঘটেছিল। ইয়র্কশায়ার কাউন্টি ইতিমধ্যেই জারভােকে নির্বাসিত করেছে।
Advertisement
তবে সমর্থকরা ক্ষুব্ধ ইংল্যান্ড ক্রিকেট বাের্ডের ওপর। তিন তিন বার মাঠে ঢুকে পড়লেও একবার জার্ভিসের কতৃকর্মের জন্য ক্ষমা চায়নি তারা। নিরাপত্তারক্ষীদের তরফেও কোনও ক্ষমা চাওয়া হয়নি।
Advertisement



