• facebook
  • twitter
Thursday, 29 January, 2026

কলকাতায় দৈনিক করােনা আক্রান্তের সংখ্যা ১০০ ছাড়াল

গােটা দেশ করােনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় রয়েছে। উদ্বেগ বাড়ছে এ রাজ্যেও। ফের বাংলায় করােনায় দৈনিক আত্রান্তের সংখ্যা উর্ধ্বমুখী।

গােটা দেশ করােনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় রয়েছে। উদ্বেগ বাড়ছে এ রাজ্যেও। ফের বাংলায় করােনায় দৈনিক আত্রান্তের সংখ্যা উর্ধ্বমুখী। কলকাতাতে দৈনিক করােনা আক্রান্তের সংখ্যা গত ২৪ ঘণ্টা ১০০ ছাড়াল।

বৃহস্পতিবার রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৭১৭ জন নতুন করে করােনায় আক্রান্ত হয়েছেন। বুধবার সংখ্যাটি ছিল ৭০৮ জন। একদিনে সংক্রমণের হার ১.৭৩ শতাংশ, যা উদ্বেগ বাড়াচ্ছে আমজনতার।

Advertisement

কলকাতায় একদিনে করােনা আক্রান্ত হয়েছে ১১৮ জন। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। এখানে একদিনে আক্রান্ত হয়েছে ৯৭ জন। তৃতীয়স্থানে দার্জিলিং। এখানে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৬৫ জন।

Advertisement

গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৯ জন করােনা রােগী প্রাণ হারিয়েছেন। এর মধ্যে তিনজন উত্তর ২৪ পরগনার বাসিন্দা। কলকাতায় বুধবার করােনায় কারও মৃত্যু না হলেও এদিন একজনের মৃত্যু হয়েছে করােনা।

Advertisement