এখনও কিছু সমাধানের পথ খুলল না বিনিয়ােগকারী সংস্থার সঙ্গে ইস্টবেঙ্গলের। তবে মধ্যস্থকারীদের সঙ্গে ক্লাব কর্মকর্তাদের সঙ্গে ৪ ঘণ্টা আলােচনা হলেও আসল সমাধানের পথ কিছু প্রকাশ পেল না। দুই পক্ষই নানা রকম কথা বলেছে এবং আলােচনার সময় দুই পক্ষই অনড় ছিল।
তবে শেষ পর্যন্ত বিনিয়ােগকারী সংস্থার তরফে মধ্যস্থকারী। হিসেবে যারা এসেছিলেন তারা স্পষ্টই জানিয়ে দিয়েছেন সব আলােচনার বিষয়বস্তু সঠিক জায়গায় পৌছে দেওয়া হবে। তারপরে উত্তরটা বিনিয়ােগকারীর পক্ষ থেকে আসবে ইস্টবেঙ্গল কর্মকর্তাদের কাছে।
Advertisement
সেই উত্তরের অপেক্ষায় রয়েছেন লাল হলুদ শিবিরের প্রথম সারির কর্মকর্তারা। তাদের অভিমত অপেক্ষা করতে হবে তারপরেই চুড়ান্ত সিদ্ধান্তের কথা ভাবা হবে কার্যকারী সমিতির সভায়। সেই কারণে শুক্রবার কার্যকরী সভা বাতিল করে দেওয়া হয়।
Advertisement
Advertisement



