• facebook
  • twitter
Friday, 5 December, 2025

অনন্তনাগে জঙ্গিদের হাতে খুন সস্ত্রীক বিজেপি সরপঞ্চ

জম্মু-কাশ্মীরের অনন্তনাগ জেলায় এক বিজেপি সরপঞ্চ ও তার স্ত্রীকে গুলি করে খুন করে জঙ্গিরা। সােমবার দুপুরে ঘটেছে এই চাঞ্চল্যকর ঘটনা।

প্রতীকী ছবি (File Photo: iStock)

জম্মু-কাশ্মীরের অনন্তনাগ জেলায় এক বিজেপি সরপঞ্চ ও তার স্ত্রীকে গুলি করে খুন করে জঙ্গিরা। সােমবার দুপুরে ঘটেছে এই চাঞ্চল্যকর ঘটনা। পুলিশ জানিয়েছে নিহত সরপঞ্চের নাম গুলাম রসুল দর। তিনি কুলগ্রাম জেলার সরপঞ্চ ছিলেন।

তাছাড়াও তিনি সেখানকার বিজেপি কিষাণ মাের্চার প্রেসিডেন্টও ছিলেন। স্থানীয় সূত্রের খরর, জঙ্গিরা তাদের দুজনকে গুলি করার পরেই, সঙ্গে সঙ্গে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। বাঁচানাে যায়নি তাদের।

Advertisement

গত বছর ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কাউন্সিল নির্বাচনে লড়েছিলেন গুলাম রসুল দর। কিন্তু তিনি হেরে যান। গুলাম রসুল দর কুলগ্রামের বাসিন্দা হলেও অনন্তনাগেই থাকছিলেন। সেখানেই ঘটে এই মর্মান্তিক ঘটনা।

Advertisement

Advertisement