• facebook
  • twitter
Friday, 5 December, 2025

এক কোটি আর্থিক পুরস্কার পাচ্ছেন শ্রীজেস

এক ব্যবসায়ী সােমবার ঘােষণা করলেন। টোকিও অলিম্পিকের আসরে ভারতের ব্রোঞ্জ পদক জয়ী হকি দলের গােলরক্ষক পি.আর শ্রীজেসকে এক কোটি টাকা আর্থিক পুরস্কার দেবেন।

শ্রীজেস (Photo: IANS)

ভারতের এক ব্যবসায়ী সােমবার ঘােষণা করলেন। টোকিও অলিম্পিকের আসরে ভারতের ব্রোঞ্জ পদক জয়ী হকি দলের গােলরক্ষক পি.আর শ্রীজেসকে এক কোটি টাকা আর্থিক পুরস্কার দেবেন। ভারতীয় হকি দলের অভিজ্ঞ গােলরক্ষক শ্রীজেস হকি দলকে ব্রোঞ্জ পদক জয় করে এনে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

কোম্পানির চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর ড স্যামসের ভায়ালিল। বলেন, “গােলকিপার শ্রীজেস দারুণ পারফরমেন্স করে দেখিয়েছেন। দলের হয়ে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ভারতীয় হকি দলকে অলিম্পিকের আসর থেকে ব্রোঞ্জ পদক জয় করে এনে দেওয়ার ক্ষেত্রে।

Advertisement

তাই আমরা তাকে আমাদের কোম্পানির তরফ থেকে এই আর্থিক পুরস্কার দিচ্ছি। ভারতীয় হকি দল সদ্য সমাপ্ত অলিম্পিকের আসরে জার্মানিকে (৫-৪) গােলে পরাজিত করে দীর্ঘ ৪১ বছর পদক জয় করে।

Advertisement

Advertisement