ভারতের আর্থিক অবস্থা শ্রীলঙ্কার চেয়েও খারাপ মমতা

শ্রীলঙ্কায় আর্থিক সংকট। সাধারণ মানুষ বিদ্রোহ ঘোষণা করেছে সরকারের বিরুদ্ধে। দেশের দেউলিয়া অবস্থায় দ্বীপরাষ্ট্রের মন্ত্রিসভা গণইস্তফা দিয়েছে।

Written by SNS Kolkata | April 5, 2022 1:14 pm

শ্রীলঙ্কায় আর্থিক সংকট। সাধারণ মানুষ বিদ্রোহ ঘোষণা করেছে সরকারের বিরুদ্ধে। দেশের দেউলিয়া অবস্থায় দ্বীপরাষ্ট্রের মন্ত্রিসভা গণইস্তফা দিয়েছে।

এই অবস্থায় শ্রীলঙ্কার প্রসঙ্গ টেনে ভারতীয় অর্থনীতির দুরবস্থার দিকে আহুল মুখ্যমন্ত্রী তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, ভারতের আর্থিক অবস্থা শ্রীলঙ্কার চেয়েও খারাপ

সোমবার নবান্নে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, শ্রীলঙ্কায় মানুষের বিদ্রোহ শুরু হয়েছে। আমি শ্রীলঙ্কার সঙ্গে দেশের তুলনা করছি না। কিন্তু কী অবস্থা আমাদের দেশের?

পেট্রোল ডিজেলের দাম চোদ্দ দিনে বারোবার বেড়েছে। রান্নার গ্যাসের দাম বেড়েছে।

দেশের রাষ্ট্রায়ত্ত্ব সম্পত্তি রেল, সেল, ব্যাঙ্ক সব বেচে দিচ্ছে। এদিন মুখ্যমন্ত্রী বিজেপি ও কেন্দ্রীয় সরকারকে কালীদাসের সঙ্গে তুলনা করলেন।

বললেন, যে ডালে বসে আছে, সেই ডালটাই কাটছে। সহযোগিতার পরিবর্তে ইডি, সিবিআই পাঠিয়ে বিরোধীদের উত্যক্ত করা হচ্ছে।

আমি এখনও মনে করি, ভারত সরকারের উচিত কীভাবে পরিস্থিতি সামাল দেওয়া যায়, তা নিয়ে সবার সঙ্গে পরামর্শ করা।

এভাবে ভারতীয় অর্থনীতির বেসামাল অবস্থা নিয়ে একটি সর্বদলীয় বৈঠকের আগাম আবেদন জানিয়ে রাখলেন মমতা।