খবর দিলে মিলবে পুরস্কার হিংসা রুখতে ‘দিদিকে বলো’র আদলে নতুন প্রকল্প রাজ্যে

দলের ভোটকুশলী প্রশান্ত কিশোরের পরামর্শে ‘দিদিকে বলো’ প্রকল্পের মাধ্যমে বহু সমস্যার সমাধান হয়েছিল বলে দাবি রাজ্য সরকারের।

Written by SNS Kolkata | March 28, 2022 3:20 pm

সরাসরি আমজনতার সঙ্গে একেবারে তৃণমূল স্তরে প্রশাসনের সম্পর্ক স্থাপন করতে একুশের বিধানসভা ভোটের আগে মুখ্যমন্ত্রীর ‘দিদিকে বলো’ প্রকল্প জনপ্রিয় তো ছিল বটেই, ব্যাপক সাফল্যও অর্জন করেছিল।

দলের ভোটকুশলী প্রশান্ত কিশোরের পরামর্শে ‘দিদিকে বলো’র মাধ্যমে বহু সমস্যার সমাধান হয়েছিল বলে দাবি সরকারের।

এবার তৃতীয়বার রাজ্যের ক্ষমতায় আসার পর ফের তেমনই এক প্রকল্প চালু করতে চান মুখ্যমন্ত্রী।

রবিবার শিলিগুড়িতে প্রকল্প উদ্বোধনে একথা জানালেন তিনি। বললেন, এখনও নাম ভাবা হয়নি। সম্প্রতি রামপুরহাটের কাটুই গ্রামে ঘটে গিয়েছে নৃশংস ঘটনা।

সেখানকার উপপ্রধান খুনের পর রাতভর গ্রমের কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ৮ জন পুড়ে খুন হন।

রবিবার শিলিগুড়িতে সেই ঘটনার কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী জনতার উদ্দেশে বলেন, “যা ঘটেছে তা নির্মম, নিন্দনীয়।

আপনারা এলাকার উপর নজর রাখুন। কোনো গণ্ডগোল দেখলে সরাসরি আমাকে জানাবেন।

এর আগে ‘দিদিকে বলো’ প্রকল্পে আমি অনেক অভিযোগ পেয়েছি, সমাধান করার চেষ্টাও করেছি।

এবারও তেমন একটা প্রকল্প চালু করব, নাম এখনও ভাবিনি। কেউ কোনো কাজ না করলেও অভিযোগ জানান। আপনাদের পরিচিতদের কাছে ছবি আর বার্তা পাঠিয়ে দিন। আমি ঠিক পেয়ে যার।”

তিনি আরও জানান কারও তথ্যের ভিত্তিতে অন্যায় দমন করে দুষ্কৃতী ধরা পড়লে তাঁকে পুরস্কৃতও করা হবে।

আগামী দু’মাসের মধ্যে এই নতুন প্রকল্প চালু করার কথা, নাম এবং কার্যপদ্ধতি ঠিক হলেই কাজ শুরু হয়ে যাবে।