• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

মােটরবাইক আরােহীদের জন্য কেন্দ্রের নতুন নিয়ম

কেন্দ্রীয় সরকার মােটবাইক আরােহীদের জন্য নতুন নিয়ম আনল। এবার থেকে বাইকের আরােহীর পিছনে বসা যাত্রীর জন্য রাখতে হবে হাত ধরার জায়গা।

প্রতীকী ছবি (Photo: IANS)

কেন্দ্রীয় সরকার মােটবাইক আরােহীদের জন্য নতুন নিয়ম আনল। এবার থেকে বাইকের আরােহীর পিছনে বসা যাত্রীর জন্য রাখতে হবে হাত ধরার জায়গা। এছাড়া আরও বেশ কিছু নতুন নিয়ম জারি করা হয়েছে। ১৯৮৯ সেন্ট্রাল মােটর ভেহিকেলসে নিয়ম সংশােধন করে নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় পরিবহণ ও সড়ক মন্ত্রক।

তাতে বলা হয়েছে, যাত্রী নিরাপত্তার জন্য মােটরবাইকে ‘হ্যান্ডহােল্ড’ থাকতে হবে। সেই সঙ্গে বাইকের দু’পাশে থাকবে পাদানি। পিছনে যিনি বসে রয়েছে, সেই যাত্রীর কাপড় যাতে পিছনের চাকায় জড়িয়ে দুর্ঘটনা না ঘটে, তার জন্য চাকার অন্তত অর্ধেক অংশ ঢেকে রাখতে হবে।

Advertisement

সেই সঙ্গে একটি লাগেজ বক্স রাখতে হবে। এর উচচতা ৫০০ মিলিমিটার এবং চওড়ায় সর্বধিক ৫১০ মিলিমিটার হতে হবে। তবে, পিছনের আসনের পাশেই ওই বক্স থাকলে চালক ছাড়া অন্য কেউ বাইকে বসতে পারবেন না।

Advertisement

Advertisement