ইএম বাইপাশ এলাকায় হানা দিয়ে কলকাতা পুলিশের। এসটিএ তাপস রায় নামে এক যুবককে হেরােইন সহ গ্রেফতার করেছে। প্রায় ৬ কেজি হেরােইন বাজেয়াপ্ত করা হয়েছে ধৃতের কাছ থেকে।
এই হেরােইনের বাজার মূল্য ২৫ কোটি ৮৮ লক্ষ টাকা। ৩৬ বছর বয়সি তাপস রায় দুর্গাপুরের কাঁকসার বাসিন্দা। বীরভূমের দুবরাজপুর থানা। এলাকায় তার একটি বাড়ি রয়েছে। কি কারণে ওই যুবক কলকাতায় এসেছিল তা খতিয়ে দেখা হচ্ছে।
Advertisement
ধৃত তাপসকে জিজ্ঞাসাবাদ করে আরও বড়সড় কোনও মাদকচক্রের সন্ধান পাওয়া যেতে পারে বলে মনে করছে তদন্তকারীরা। সম্প্রতি কোভিড বিধি লঙঘন করে পার্কস্ট্রিট এবং মিন্টো পার্কের অভিজাত হােটেলে পার্টির আয়ােজন করা হয়েছিল। সেখানেও মাদকের সন্ধান পাওয়া গিয়েছিল
Advertisement
Advertisement



