• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে বেনজির আক্রমণ অভিষেকের

মারণ ভাইরাস করােনা আবহে লাগাতার মূল্যবৃদ্ধি ঘটেছে জ্বালানী তেলের। দেশের প্রায় সব জায়গায় পেট্রোল লিটার পিছু ১০০ টাকা পার করেছে।

প্রতীকী ছবি (Photo: iStock)

মারণ ভাইরাস করােনা আবহে লাগাতার মূল্যবৃদ্ধি ঘটেছে জ্বালানী তেলের। দেশের প্রায় সব জায়গায় পেট্রোল লিটার পিছু ১০০ টাকা পার করেছে। উত্তরবঙ্গেও সেঞ্চুরি পার দামে, মহানগর কলকাতাতেও সেঞ্চুরির দোরগােড়ায়। 

ঠিক এইরকম পরিস্থিতিতে জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদিকে বেনজির আক্রমণ অভিষেরে। পেট্রোল-ডিজেল থেকে কেন্দ্র সরকার কত টাকা শুল্ক নেয়, তার হিসেব তুলে ধরেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২০২০ সালে জ্বালানি তেল সংক্রান্ত এক পুরাতন টুইট এদিন পুনরায় টুইট করে হ্যাশট্যাগ দেন- ‘মােদিবাবু পেট্রোল বেকাবু’। 

Advertisement

টুইটে অভিষেক জানিয়েছেন আমজনতার দৈনিক জীনযাপন আরও কঠিন করে দিচ্ছে কেন্দ্রীয় সরকার। যার অন্যতম উদাহরণ পেট্রোল ডিজেলের দামের রেকর্ড। সাধারণত আন্তর্জাতিক বাজারে পেট্রোল ডিজেলের দাম নির্ভর করে থাকে। তবে কর নেওয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের ভূমিকা থাকে।

Advertisement

Advertisement