দেবাঞ্জন কান্ড থেকে শিক্ষা নিল লালবাজার ভিআইপি স্টিকার। ও নীল বাতির গাড়ির উপর আলাদা করে নজরদারির কথা বলা হল লালবাজারের তরফে। ইতিমধ্যে ট্রাফিক গার্ডগুলিকে এই নির্দেশ দেওয়া হয়েছে।
সেইসঙ্গে নীলবাতির গাড়ি কিংবা ভিআইপি স্টিকার থাকা গাড়িগুলাের ওপর বিশেষভাবে নজরদাড়ির কথা বলা হয়েছে। কোথাও কিছু ঘটলে কিংবা সন্দেহ দেখা দিলে স্থানীয় থানার সঙ্গেও যােগাযােগ করার নির্দেশ দেওয়া হয়েছে লালবাজারের তরকে।
Advertisement
পুলিশ লেখার গাড়ির ক্ষেত্রেও একইভাবে নজরদারি চালানাে হবে। ভিআইপি স্টিকার থাকা গাড়ির নথিরও পরীক্ষা করা হবে। বা পার্কিংয়েও যদি ভিআইপি গাড়ি থাকে সন্দেহ হলে সেখানেও নথি পরীক্ষার কথা বলা হয়েছে।
Advertisement
Advertisement



