চলতি ইউরাে প্রতিযােগিতা ফিনল্যান্ডের সেন্ট্রাল মিডফিল্ডার জনি কাউকোকের দিকে এবার নজর পড়ল এটিকে মােহনবাগান। সবকিছু ঠিক থাকলে নতুন মরশুমে এটিকে মােহনবাগানের জার্সি গায়ে আইএসএলের আসরে নামতে পারেন।
ফিনল্যান্ডের ফুটবলারটি শােনা গিয়েছে, ইউরাে কাপের মাঝেই এই মিডফিল্ডারের এজেন্টের সঙ্গে একপ্রস্থ কথা বলে ফেলেছেন। এটিকে মােহনবাগানের কর্তারা। প্রতিযােগিতা শেষ হলে কাউকোর সঙ্গে আরও একবার আলােচনা করবেন কর্তারা। এমনটাই জানা গিয়েছে।
Advertisement
গত মরশুমে একাধিক বার চোট পাওয়ার জন্য খেলতে পারেননি স্প্যানিশ মিডফিল্ডার জাভি হার্নান্ডেজ। তাই তাকে এই মরশুমে ছেড়ে দেওয়া হয়েছে। তার জায়গায় এই ফিনল্যান্ডের সেন্ট্রাল মিডফিল্ডারকে দলে নিতে বিশেষ আগ্রহ প্রকাশ করছে।
Advertisement
এটিকে মােহনবাগানের কর্তারা। এছাড়া জানা গিয়েছে, নতুন মরশুমে নামার আগে কার্ল ম্যাকহিউ, ডেভিড উইলিয়ামস এবং এদু গার্সিয়াকে ছেড়ে দিতে পারে এটিকে মােহনবাগান।
Advertisement



