• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ফাইনালে দারুণ কামব্যাক জোকারের

জমে উঠেছে ফরাসি ওপেন টেনিস প্রতিযােগিতার ফাইনাল খেলা। নাদালকে হারিয়ে ফাইনালে পৌছে বাহান্ন বছরের পুরনাে রেকর্ড ছোঁয়ার সুযােগ জোকারের সামনে।

নােভাক জোকোভিচ (Xinhua/Nicolas Marie/IANS)

জমে উঠেছে ফরাসি ওপেন টেনিস প্রতিযােগিতার ফাইনাল খেলা। নাদালকে হারিয়ে ফাইনালে পৌছে বাহান্ন বছরের পুরনাে রেকর্ড ছোঁয়ার সুযােগ জোকারের সামনে। এমন সময় ফাইনাল খেলায় খেলতে নেমে প্রথম দুই সেটে হেরে গিয়ে পিছিয়ে পড়েছিলেন জোকার।

চিচিপাস নিজের সেরা খেলাটা মেলে ধরেছিলেন। কিন্তু অভিজ্ঞতা কাজে লাগিয়ে খেলায় কামব্যাক করেন জোকার। প্রথম সেটে ৬-৭ (৬-৮) গেমে, এবং দ্বিতীয় সেটেও (২-৬) গেমে হেরে যান।

Advertisement

তবে তৃতীয় সেটে ঘুরে দাঁড়ালেন জোকার। তিনি জয় তুলে নেন (৬-৩) গেমে। চতুর্থ সেট শুরু হওয়া মাত্র জোকার দাপট দেখাতে শুরু করেন। প্রথম গেমেই ব্রেক দিলেন চিচিপাসকে।

Advertisement

চতুর্থ সেটেও চিচিপাসকে উড়িয়ে দেন জোকার (৬-২) গেমে। প্রতিবেদন লেখা পর্যন্ত পঞ্চম সেটের খেলা চলছিল।

Advertisement