অনেকদিন পর রাজ্যে ২৪ ঘণ্টায় করােনায় দৈনিক মৃতের সংখ্যা ৯০-এর কম। একইভাবে করােনা সংক্রমণের গ্রাফও নিম্নমুখী। গত ২৪ ঘণ্টায় করােনায় সংক্রমিত হয়েছেন ৫২৭৪ জন। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনায় ৯৬৬ জন করােনায় সংক্রমিত হয়েছেন।
সংক্রমণের নিরিখে রাজ্যের মধ্যে উত্তর ২৪ পরগনাই শীর্ষে রয়েছে। কলকাতা রয়েছে দ্বিতীয় স্থানে। একদিনে এখানে নতুন করে সংক্রমিতের সংখ্যা ৪৮৫ জন। তৃতীয় স্থানে রয়েছে হুগলি। এখানে আক্রান্ত হয়েছেন ৩২৯ জন ।
Advertisement
চতুর্থ স্থানে দার্জিলিং, একদিনে এখানে আক্রান্তের সংখ্যা ৩২৫ জন। রাজ্যে মােট আত্রান্তের সংখ্যা ১৪ লক্ষ ৪৮ হাজার ১০৪ জন। করােনায় প্রাণ গিয়েছে একদিনে ৮৭ জনের, যা আগের দিনের তুলনায় সামান্য কম।
Advertisement
মৃতদের মধ্যে উত্তর ২৪ পরগনা ও কলকাতার ২৪ জন করে রয়েছে। দক্ষিণ ২৪ পরগনায় করােনায় প্রাণ হারিয়েছেন ৬ জন। এখনও পর্যন্ত রাজ্যে মােট করােনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৬৪২ জন। করােনাকে পরাস্ত করে একদিনে বাড়ি ফিরেছেন ৫ হাজার ১৭০ জন। রাজ্যে মােট করােনা জয়ীর সংখ্যা ১৪ লক্ষ ১৬ হাজার ৫৭৩ জন।
Advertisement



