• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

শিবিরে যােগ দিলেন জাদেজা

রবীন্দ্র জাদেজা সােমবার এখানকার হােটেলে যেখানে বাকি ক্রিকেটাররা রয়েছেন সেখানে তিনি যােগ দিলেন ইংল্যান্ডগামী বিমানে ওঠার আগে কোয়ারেন্টাইন পর্ব সারার জন্য।

রবীন্দ্র জাদেজা (Photo: IANS)

ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা সােমবার এখানকার হােটেলে যেখানে বাকি ক্রিকেটাররা রয়েছেন সেখানে তিনি যােগ দিলেন ইংল্যান্ডগামী বিমানে ওঠার আগে কোয়ারেন্টাইন পর্ব সারার জন্য।

জাদেজা সােশ্যাল মিডিয়ায় একটি ছবিও পােস্ট করেছেন এবং লিখেছেন, ‘যাত্রা শুরু, এখন মুম্বইয়ের উদ্দেশ্যে … কোয়ারেন্টাইনের থাকার উদ্দেশ্যে। ইতিমধ্যে গত সপ্তাহে মিতালি রাজ , রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ সিরাজ, মায়াঙ্ক আগরওয়াল এবং ওয়াশিংটন সুন্দররা এখানে পৌছে গিয়েছেন।

Advertisement

Advertisement

Advertisement