• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

খেতাব জয়ের আনন্দে প্রাণ গেল এক তরুণের

সাত বছর পর আবারও ক্লাবে আসতে চলেছে লা লিগার খেতাব।আনন্দে আত্মহারা অ্যাটলেটিকো মাদ্রিদের সমর্থকরা।করােনা নিয়মনীতি ভুলে প্রত্যেকে খুশির জোয়ারে ভেসে যায়।

প্রতীকী ছবি (File Photo: iStock)

সাত বছর পর আবারও ক্লাবে আসতে চলেছে লা লিগার খেতাব। সেই আনন্দে আত্মহারা হয়ে ওঠে অ্যাটলেটিকো মাদ্রিদের সমর্থকরা। আর করােনা নিয়মনীতি ভুলে গিয়ে প্রত্যেকে খুশির জোয়ারে ভেসে যায়।

আর এই সময়ে ঘটে একটি দুর্ঘটনা। খেতাব জয়ের আনন্দে প্রাণ এক চোদ্দ বছর বয়সী তরুণের। জানা গিয়েছে, এই তরুণ সমর্থকটি তাঁর বন্ধুর সঙ্গে এসেছিল। তবে ভিড়ের চাপ এতােটাই বেশি ছিল, সে চাপ সামলাতে না পারায় তার মাথা দেওয়ালের সঙ্গে ধাক্কা লাগে।

Advertisement

আর তারপরই মাথায় আঘাত পাওয়ার পর ওই তরুণ প্রাণ ত্যাগ করেন। জানা গিয়েছে, প্রায় দু’হাজারের কাছাকাছি সমর্থক ক্লাবের খেতাব বিজয়ের আনন্দে মাতােহারা ছিলেন

Advertisement

Advertisement