মঙ্গলবার সকালে বাসন্তীর ফুলমাল গ্রাম পঞ্চায়েত এলাকার নেবুখালি গাজি পাড়ায় হাত পা বাঁধা অবস্থায় দশ বছরের বালক সাবির হােসেন মােল্লার মৃতদেহ পাওয়া গেলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। সূত্রের খবর, রবিবার বিকেল থেকে নিখোঁজ ছিল সাবির। খেলতে বেরিয়ে আর বাড়ি ফেরেনি। আসপাশে খুঁজেও পাওয়া যায়নি সাবির কে।
Advertisement
মঙ্গলবার সকালে একটি পরিত্যক্ত বাড়ির থেকে দুর্গন্ধ আসছে দেখে পাড়ার ছেলেরা দেখে, সাবির এর হাত পা বাঁধা গলায় দড়ি দেওয়া। এলাকার মানুষের প্রাথমিক ধারণা সাবির কে খুন করা হয়েছে। পরিবারের তেমন সন্দেহ। পুলিশ সবদিক খতিয়ে দেখছে।
Advertisement
Advertisement



