• facebook
  • twitter
Saturday, 20 December, 2025

প্রাক্তন ক্রিকেটার কারসন গার্ভি উগরে দিলেন ক্ষোভ

করােনার জন্য গতবছর আইপিএল নির্দিষ্ট সময় পিছিয়ে পরে অনুষ্ঠিত করা হল, তা হলে এবারে কেন এতাে শীঘ্রই আইপিএল আয়ােজন করতে গেল বিসিসিআই।

প্রতীকী ছবি (File Photo: iStock)

এই কঠিন সময়ে আইপিএল আয়ােজন করাটা কি অত্যন্ত প্রয়ােজন হয়ে গিয়েছিল বিসিসিআইয়ের। আমার তাে মাথায় কিছুতেই ঢুকছে ভারতের মাটিতে পুনরায় আইপিএলের আয়ােজন করার ব্যাপারটা নিয়ে সত্যি আমি হতবাক।

যেখানে করােনার জন্য গতবছর আইপিএল নির্দিষ্ট সময় পিছিয়ে পরে অনুষ্ঠিত করা হল, তা হলে এবারে কেন এতাে শীঘ্রই আইপিএল আয়ােজন করতে গেল বিসিসিআই। আগে পরিস্থিতি দেখা উচিত ছিল ভালাে করে। সবথেকে বড় কথা হল, আয়ােজন আমরা যেকোনাে প্রতিযােগিতা করতে পারি।

Advertisement

কিন্তু করােনা এমন একটা মহামারী সেখানে প্রতিযােগিতার সঙ্গে যুক্ত যেকোনাে মানুষের বা খেলােয়াড়দের স্বাস্থ্য হানি হতে পারে। সেটার কথা একবারও ভাবা হল না। প্রতিযােগিতা আয়ােজন করার আগে প্রত্যেকের স্বাস্থ্যের কথা ভাবা উচিত ছিল।

Advertisement

আরও একটা বিষয় যখন গতবার মরুশহরে ভালাে করে আইপিএল আয়ােজন করা হল তা হলে এবারে কেন সেখানেই করা হল না। যাইহােক আইপিএল স্থগিত রাখার সিদ্ধান্তে খুশি।

তবে অনেকেই বলবেন মানুষের কিছুটা বিনােদন নষ্ট হল, কিন্তু এখন আমাদের বিনােদন বা আনন্দ করার সময় নয়। কি করে এই কঠিন মহামারী থেকে নিজেদের বিপদমুক্ত রাখতে পারব এবং নিজের স্বাস্থ্য ঠিক রাখতে পারব, সেটার দিকেই নজর রাখা উচিত, ‘এমন কথাই জানালেন প্রাক্তন এই ভারতীয় ক্রিকেটার।

Advertisement