• facebook
  • twitter
Friday, 5 December, 2025

১৪৪ ধারা লঙ্ঘনের অভিযােগে আটক টিকায়েত সহ ১২ কৃষক নেতা 

১৪৪ ধারা অমান্য করে মহা পঞ্চায়েত করার অভিযােগে ভারতীয় কিষাণ ইউনিয়নের নেতা রাকেশ টিকায়েত সহ ১২ জন কৃষক নেতাকে আটক করল হরিয়ানা পুলিশ।

রাকেশ টিকাইত (Photo: Twitter | @RakeshTikaitBKU)

১৪৪ ধারা অমান্য করে মহা পঞ্চায়েত করার অভিযােগে ভারতীয় কিষাণ ইউনিয়নের নেতা রাকেশ টিকায়েত সহ ১২ জন কৃষক নেতাকে আটক করল হরিয়ানা পুলিশ।

কোভিড সংক্রমণের ভয়াবহতা দেখে জেলা প্রশাসনের তরফে ১৪৪ ধারা জারি করা হয়েছিল। আম্বলা ক্যান্টনমেন্টের ধুরালি গ্রামে বিকেইউ নেতা রাকেশ টিকায়েত ইউনিয়নের অন্যান্য নেতাদের নিয়ে ‘কিষাণ মজদুর পঞ্চায়েত’ করছিলেন।

Advertisement

পুলিশ জানিয়েছে, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর চন্ডী সিং ভারতীয় কিষাণ ইউনিয়নের নেতাদের মহা পঞ্চায়েত না করার ব্যাপারে সতর্ক করেছিলেন। কেননা, ১৪৪ ধারা জারি থাকা অবস্থায় কোনওধরনের জমায়েত করা যায় না। কিন্তু মহাপঞ্চায়েত করার অভিযােগে তাদের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ২৬৯ নং ধারা, ২৭০ নং ধারায় মামলা দায়ের করা হয়।

Advertisement

Advertisement