• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ওয়েব সিরিজে এবার জুহি চাওলা

বলিউডে ধীরে ধীরে আপনার মুঠোফোনে চলে আসছে। একের পর এক নামকরা তারকারা টুক করে চলে আসছেন ওয়েব সিরিজে। দর্শকদের কাছে যাওয়ার সহজ পন্থা এখন এটাই।

জুহি চাওলা (File Photo: IANS)

গােটা বলিউডে ধীরে ধীরে আপনার মুঠোফোনে চলে আসছে। একের পর এক নামকরা তারকারা টুক করে চলে আসছেন ওয়েব সিরিজে। দর্শকদের কাছে যাওয়ার সহজ পন্থা এখন এটাই। তাই লকডাউনের সময় ওটিট প্ল্যাটফর্ম বাজিমাত করেছে নিজের মতাে করে।

আর সেই তালিকায় এবার নাম লিখিয়ে ফেললেন জুহি চাওলা। অ্যামাজন প্রাইমের একটি নতুন সিরিজে এবার দেখা যাবে তাঁকে। এখনও পর্যন্ত এই সিরিজের নাম রাখা হয়েছে হাশ হাশ। অ্যামাজনের এই নতুন সিরিজে রয়েছে আরও অনেক চমক।

Advertisement

এই গােটা সিরিজটাই তৈরি করবেন মহিলারা। অর্থাৎ গােটা টিমে মহিলাদের সংখ্যাই হবে সবচেয়ে বেশি। তনুজা চন্দ্রা, শিখা শর্মা, কোপাল নাথানি-একের পর এক বড় নাম এই সিরিজের সঙ্গে যুক্ত হয়েছে।

Advertisement

আর অভিনয়ে জুহির সঙ্গে থাকলে আয়েশা জুলকা, সাহানা গােস্বামী, কৃর্তিকা কামরা। গল্পের প্রধান চরিত্ররা এখানে মহিলারাই। ঘল্পে উঠে আসবে সাম্প্রতিক কিছু বাস্তব ঘটনাও। সিরিজের লক্ষ্য হল গল্পের সঙ্গে সঙ্গে সমাজ সচেতনতাকেও স্পষ্ট করে দেওয়া।

Advertisement